জলাশয়ে আগের মতো আর সাদা বকের বিচরণ দেখা যায় না। পার্কের ঘাসে এসে দাঁড়ায় না স্থানীয় ছোট্ট চড়ুই। এমনকি ঘুঘুর মতো দেখতে জার্মানির সেই পাখিরা আর দল বেঁধে মাটিতে নেমে আসে না। ২০১৫ সালের পর ইউরোপের স্থানীয় পাখিদের ৫৪৪ প্রজাতির মধ্যে এরমধ্যেই ৩০ শতাংশ প্রজাতির সদস্য উল্লেখযোগ্য হারে কমেছে।
তিনটি প্রজাতির আর দেখা মিলছে না। ১৩ শতাংশ রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। আর হুমকিতে রয়েছে ৬ শতাংশ। ৫৪ দেশ এবং অঞ্চলের পাখিদের পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে বার্ডলাইফ ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া।
তাঁদের হিসেব থেকে দেখা যায়, প্রতি পাঁচ প্রজাতির মধ্যে এক প্রজাতি বিলীনের পথে। এ অনুযায়ী বানানো হয়েছে একটি লাল তালিকাও। ১৯৯৪,২০০৪ এবং ২০১৫ সালের লাল তালিকার সঙ্গে তুলনা করলে দেখা যায় বিপন্নের দিকে যাওয়ার হারটা দ্রুত বাড়ছে।