হোম > পরিবেশ

বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি: গবেষণা 

বৈশ্বিক উষ্ণায়নের কারণে ক্রমশ ছোট হচ্ছে পাখির আকৃতি। মানুষের বিচরণ কম থাকা আমাজন বনের পাখির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। গত শুক্রবার গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস নামের বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের বেশি সময় ধরে আমাজন বনের ১৫ হাজার পাখির ওপর গবেষণাটি করা হয়েছে। 

গবেষণায় বলা হয়, জুন থেকে নভেম্বর মাসের গরমে পাখির ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, এই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখির শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। শারীরিক শক্তি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে। 

এ বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিনদিন তাদের আকার-আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের। 

গবেষণায় বলা হয়, আশির দশক থেকে প্রতি দশকে ২ শতাংশ করে শরীরের ওজন কমছে পাখিদের।  আশির দশকে যেখানে একটি পাখির ওজন ছিল গড়ে ৩০ গ্রাম। সেই পাখির ওজন বর্তমানে ২৭ দশমিক ৬ গ্রাম। 

এই গবেষণার সহলেখক লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যক্ষ ফিলিপ স্টফার বলেন, আমাজনের সব পাখির মধ্যে যখন এমনটা ঘটেছে, তখন বিষয়টি উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে অন্য প্রজাতিগুলোও এমন চাপের মধ্যে রয়েছে। সেসব প্রজাতির তথ্য-উপাত্ত সংরক্ষণ না করায় তা জানা যাচ্ছে না। 

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন