পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় আট গবেষক ও সাংবাদিক ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পাচ্ছেন। পরিবেশ খাতে গবেষণা ও জনসচেতনতার অবদান হিসেবে আগামী ১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এই সম্মাননা দেবে সবুজ আন্দোলন নামক পরিবেশবাদী সংগঠন। সংগঠনটির তিন বছর উদ্যাপন উপলক্ষে এই সম্মাননা দেওয়া হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তিন সদস্যের সিলেকশন কমিটি গঠন করা হয়েছিল। তাঁদের বিবেচনায় এ বছর গ্রিনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন- গাছের প্রজনন বৃদ্ধি ও মৃত্তিকা গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন, বায়ু দূষণ ও পরিবেশ সচেতনতায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ইফতেখার মাহমুদ, নদী গবেষণা ও ঢাকা সিটির পরিবেশ সচেতনতায় মোহাম্মদ এজাজ, পরিবেশ জনসচেতনতা তৈরিতে চ্যানেল ২৪-এর জ্যেষ্ঠ প্রতিবেদক মাকসুদ-উন-নবী, পরিবেশ সংক্রান্ত দুর্নীতি রিপোর্ট প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহেদ শফিক, ঢাকা সিটির পরিচ্ছন্নতা কর্মীদের জীবন বৃত্তান্ত গণমাধ্যমে তুলে ধরায় বাংলা টিভির স্টাফ রিপোর্টার মো. শাহারিয়ার আল মামুন, মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ঊষা ফেরদৌস এবং দৈনিক অধিকারের ফিচার সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার।
২০১৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সবুজ আন্দোলন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে রাষ্ট্রের পক্ষে জনসচেতনতা তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য সোচ্চার ভূমিকা পালন করছে। সংগঠনটি প্রতিষ্ঠা করেন তরুণ সংগঠক বাপ্পি সরদার। সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার জানান, বর্তমানে দেশে-বিদেশে সবুজ আন্দোলনের প্রায় ৫০ হাজার সদস্য কাজ করছেন।