ঢাকা: ঈশ্বরদীতে বৃষ্টির রেকর্ড হলো এ বছর। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৬৬ মিলিমিটার বৃষ্টির এ রেকর্ড হয়। একই সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার। দেশের বিভিন্ন অঞ্চলে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। নদী ও নদীবন্দর এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, আগামী কয়েক দিন দেশে টানা বৃষ্টি হবে। ঈশ্বরদীতে রেকর্ড বৃষ্টি হলেও একই সময়ে একটুও বৃষ্টি হয়নি কুড়িগ্রামের রাজারহাট থানায়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে অতিভারী বৃষ্টি হয়েছে।
আবুল কালাম জানান, ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলেই আমরা অতিভারী বৃষ্টিপাত বলি। আগামী আরও কয়েক দিন রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।
রোববার ও সোমবার এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আবহাওয়া অফিস বলছে, দেশের মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে গেল ১২ জুন থেকে। এ সময় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত ছিল। শুক্রবার সতর্কসংকেত তুলে দেওয়া হলেও সাগর এখনো শান্ত নয়। নদী ও বন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।