হোম > পরিবেশ

আফ্রিকার পার্ক সংরক্ষণে ১০ কোটি ডলার অনুদান ঘোষণা

আফ্রিকার পার্ক সংরক্ষণের জন্য ১০ কোটি মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন রব এবং মেলানি দম্পতি। রব ও মেলানির ওয়াল্টন ফাউন্ডেশনের (আরএমডব্লিউএফ) মাধ্যমে আগামী ১০ বছরে এই অর্থ দেওয়া হবে। 

সানি স্কাইজ নিউজের এক সংবাদে বলা হয়েছে, সম্প্রতি অলাভজনক প্রতিষ্ঠান আফ্রিকান পার্কস আরএমডব্লিউএফের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। আফ্রিকান পার্কস বলছে, শুরু থেকেই আরএমডব্লিউএফ আফ্রিকান পার্কসকে সহযোগিতা করে আসছে। আফ্রিকার সংরক্ষিত এলাকা সংরক্ষণের জন্য এটা সবচেয়ে বড় চুক্তি। আগামী পাঁচ বছরে চুক্তির সাড়ে সাত কোটি ডলার দেওয়া হবে। এবং বাকি অর্থ পরবর্তী পাঁচ বছরে দেওয়া হবে। পরবর্তী পাঁচ বছরের অর্থ কঙ্গো ও এঙ্গোলার দুটি পার্কের জন্য ব্যয় করা হবে। 

এই অনুদান আগামী ১০ বছরে আফ্রিকার ৩০টি পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করবে। এ ছাড়া ওই সব এলাকার মানুষ দীর্ঘস্থায়ীভাবে উপকৃত হবে। 

মেলানি ওয়ালটন বলেন, `ভঙ্গুর বাস্তুসংস্থানকে রক্ষার জন্য অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে। টেকসই লক্ষ্য অর্জনের জন্য আফ্রিকান পার্কসের সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত।' 

উল্লেখ্য, আফ্রিকান পার্কস ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের সঙ্গে আফ্রিকার সংরক্ষিত এলাকার বন্য প্রাণী সংরক্ষণ, ভূমি পুনরুদ্ধার এবং ওই সব এলাকার মানুষের টেকসই জীবনধারণের জন্য কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৩০টি পার্কের ৩ কোটি হেক্টর বনাঞ্চল সংরক্ষণ করা। 

ঢাকার যেসব এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ মাত্রায় দূষিত

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকালে পড়েছে হালকা শীত

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি