হোম > পরিবেশ

বুধবার থেকে ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অধিকাংশ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। তবে আগামী বুধবার থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সারা দেশে তাপমাত্রা কিছুটা কম থাকলেও জনজীবনে স্বস্তি ফেরেনি। তবে ভারী বর্ষণ শুরু হলে চলমান দাবদাহ ধীরে ধীরে প্রশমিত হবে, স্বস্তি ফিরবে জনজীবনে— এমনটাই আশা করছেন আবহাওয়াবিদেরা।

আজ কিঞ্চিৎ যে তাপমাত্রা কমেছে সেটির ধারা অব্যাহত থাকলেও টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ, রাজশাহী, রংপুর এবং সিলেটে বিভাগের ওপর দিয়ে বহমান মৃদু দাবদাহের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের থেকে আজ সারা দেশে তাপমাত্রা কিছুটা কম ছিল। এতে চলমান মৃদু দাবদাহে কোনো প্রভাব পড়েনি। তবে আগামী বুধবার থেকে সারা দেশে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাত শুরু হলে ধীরে ধীরে দাবদাহ পরিস্থিতির উত্তরণ হবে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার ও মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এদিকে গত কয়েক দিনের মতো সারা দেশেই দিন ও রাতের মাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার