হোম > পরিবেশ

সোমবার থেকে বাড়বে বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হবে থেমে থেমে। তবে বৃষ্টির পরিমাণ ঢাকায় কম থাকবে। তাপমাত্রা থাকবে বেশি।

আবহাওয়া অফিস জানায়, আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন বিভাগ ও জেলাতে বৃষ্টির প্রবণতা বাড়বে। আগামীকাল রোববারও দেশে বৃষ্টি হবে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। সেই সঙ্গে বৃষ্টির আয়তনও বাড়তে পারে। যে সব এলাকায় এখন বৃষ্টি হচ্ছে না সে সব জায়গাতেও সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে ১০৯ মিলিমিটার। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বৃষ্টি কম হলেও সোমবারে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এই বিভাগগুলোর ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশে বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে এই বৃষ্টি আরও বাড়বে।

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকালে পড়েছে হালকা শীত

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি

মাঘের প্রথম সকালে ঢাকায় ঝলমলে রোদ, তাপমাত্রা ১৬.৫

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন