হোম > পরিবেশ

ভারী বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে এমনটি হতে পারে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলেও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম–কক্সবাজার–মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এখনো অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। লঘুচাপটি আরও কয়েক দিন থাকতে পারে। পরে দুর্বল হয়ে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে।

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি

মাঘের প্রথম সকালে ঢাকায় ঝলমলে রোদ, তাপমাত্রা ১৬.৫

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

ধানমন্ডিতে বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ, সতর্ক থাকতে যা করতে পারেন

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.১

খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ সবচেয়ে বেশি যেসব এলাকায়

ঢাকায় তাপমাত্রা আজ আরও বেড়েছে

রৌদ্রোজ্জ্বল ঢাকার আকাশ, বেড়েছে তাপমাত্রা

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন