হোম > পরিবেশ

সাগরে লঘুচাপটি সুস্পষ্ট, নিম্নচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের সামুদ্রিক সতর্কবার্তা এ কথা বলা হয়েছে। 

সতর্কবার্তা অনুযায়ী—উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গ তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি লঘুচাপে পরিণত হয়েছে। আগামীকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।’ 

বজলুর রশিদ বলেন, ‘সাগরে এমন সিস্টেম তৈরি হলে সাধারণত স্থলভাগে তাপমাত্রা বেশি থাকে। আগামীকালও (শুক্রবার) তাপমাত্রা এমন থাকবে। তবে শনিবার থেকে আবার তাপমাত্রা কমতে পারে এবং বৃষ্টি হতে পারে।’ 

এর আগে গতকাল বুধবার সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি শক্তি পেলে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’