হোম > পরিবেশ

সাগরে লঘুচাপটি সুস্পষ্ট, নিম্নচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপের আকার ধারণ করেছে। এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের সামুদ্রিক সতর্কবার্তা এ কথা বলা হয়েছে। 

সতর্কবার্তা অনুযায়ী—উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গ তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি লঘুচাপে পরিণত হয়েছে। আগামীকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।’ 

বজলুর রশিদ বলেন, ‘সাগরে এমন সিস্টেম তৈরি হলে সাধারণত স্থলভাগে তাপমাত্রা বেশি থাকে। আগামীকালও (শুক্রবার) তাপমাত্রা এমন থাকবে। তবে শনিবার থেকে আবার তাপমাত্রা কমতে পারে এবং বৃষ্টি হতে পারে।’ 

এর আগে গতকাল বুধবার সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি শক্তি পেলে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ