হোম > পরিবেশ

যাত্রা শুরু করল পরিবেশবিষয়ক গ্লোবাল ম্যাগাজিন ‘ন্যাচার ইনসাইটস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ন্যাচার ইনসাইটস ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, প্রাণ–প্রকৃতি পুনরুদ্ধার ও টেকসই ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিন। গতকাল রোববার বিকেলে কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী ও ন্যাচার ইনসাইটসের প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান এবং ন্যাচার ইনসাইটস ও চেঞ্জ ইনিশিয়েটিভের সব সদস্যরা। চেঞ্জ ইনিশিয়েটিভ ও আইএসটিআর-এর যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘ন্যাচার ইনসাইটস’ ম্যাগাজিনটি।

নদী, বন, প্রকৃতিসহ প্রতিটি উপাদানকে যদি ‘জড় পদার্থ’ হিসেবে তুচ্ছ না করে ‘অধিকারধারী সত্তা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বৈশ্বিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দ্রুত বদলাতে থাকা বিশ্বে প্রাকৃতিক অধিকারের স্বীকৃতি মানব সমাজকে আরও ন্যায়ভিত্তিক, দায়বদ্ধ ও টেকসই করে তুলবে বলে মত দেন তাঁরা।

ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ন্যাচার ইনসাইটস’-এর প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান বলেন, ‘প্রকৃতিকে কেবল শোষণের উৎস হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে এই ম্যাগাজিনের যাত্রা। প্রকৃতিকে আমাদের সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে। প্রকৃতির অধিকারকে সম্মান করলেই কেবল সত্যিকারের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক অধিকারভিত্তিক শাসনব্যবস্থা’ কোনো প্রতীকী ধারণা নয়, বরং এটি মানবসৃষ্ট আইনকে বাস্তুতান্ত্রিক সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার বাস্তবমুখী বিবর্তন।

এ ছাড়া, বৈজ্ঞানিক গবেষণা, নীতি বিশ্লেষণ, সাংস্কৃতিক প্রেক্ষাপট, মাঠপর্যায়ের প্রতিবেদন, কল্পকাহিনী, কার্টুনসহ নানান ফিচারে সমৃদ্ধ থাকবে ন্যাচার ইনসাইটস। আর্কটিকের বরফ গলার প্রভাব, আফ্রিকার বন সংরক্ষণের সংগ্রাম, সাজেকের গল্প, পরিবেশ রক্ষাকারী কর্মীদের সাক্ষাৎকার, বাস্তু সংস্থানভিত্তিক কল্পকাহিনী ও হাস্যরসাত্মক কার্টুন থাকবে বলেও জানান সম্পাদক।

‘ন্যাচার ইনসাইটস হতাশার গল্প বলে না, বরং আশা, দায়বদ্ধতা ও বাস্তবসম্মত সমাধানের কথা শোনাবে, ’ বলেও জানান ম্যাগাজিনটির প্রধান সম্পাদক এম জাকির হোসেন খান।

কেবল একটি প্রকাশনা নয়, বরং প্রাকৃতিক অধিকার সুরক্ষাভিত্তিক শাসনব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে বিজ্ঞানভিত্তিক, স্থানিক জ্ঞান এবং কমিউনিটি দিশা দেখাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ন্যাচার ইনসাইটস ম্যাগাজিনটি অনলাইন ও মুদ্রিত সংস্করণে পাওয়া যাচ্ছে। প্রথম সংখ্যা পড়তে ভিজিট করুন: www.natureinsights.earth

মাঘের প্রথম সকালে ঢাকায় ঝলমলে রোদ, তাপমাত্রা ১৬.৫

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

ধানমন্ডিতে বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ, সতর্ক থাকতে যা করতে পারেন

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.১

খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ সবচেয়ে বেশি যেসব এলাকায়

ঢাকায় তাপমাত্রা আজ আরও বেড়েছে

রৌদ্রোজ্জ্বল ঢাকার আকাশ, বেড়েছে তাপমাত্রা

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি