দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে দিনাজপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবার রাত ৩টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। সেই সঙ্গে থেমে থেমে ঝোড়ো বাতাসও বইছে।
আজ শুক্রবার দিনভর সূর্যের দেখা মেলেনি। মাঘের শীত আর বৃষ্টিতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে ঝোড়ো বাতাসে কাঁপন ধরিয়ে দিচ্ছে প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষদের। তীব্র শীত আর বৃষ্টিতে শুক্রবার ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর ছাড়েনি লোকজন। শুক্রবার দুপুর পর্যন্ত তাই শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা। হাতে গোনা দু-চারজনকে নিতান্ত প্রয়োজনে চলাচল করতে দেখা গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩০ দশমিক ৩ মিলিমিটার।
আবহাওয়া কর্মকর্তা আরও জানান, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, খুলনা, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে বা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।