হোম > পরিবেশ

কুয়াকাটা সৈকতে শুশুক প্রজাতির মৃত ডলফিন

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন। আজ বুধবার সকাল দশটায় সৈকতের তেত্রিশ কানি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এর আগে গত ০২ সেপ্টেম্বর সৈকতের ফরেস্ট পয়েন্ট এলাকায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। এ নিয়ে এ বছর সৈকতে প্রায় ২০টি মৃত ডলফিন ভেসে আসে।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ ডলফিনটির শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে। ধারণা করা হচ্ছে এটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে তিন থেকে চার দিন আগে মারা গেছে। বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে তাঁরা জানান।  

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে এখানে এসেছি। তিনি আরও জানান,  ডলফিনগুলো মৃত্যুর কারণ চিহ্নিত করে সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে ডলফিন রক্ষা কমিটি। 

পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, মৃত এ ডলফিনটি সংরক্ষণ করা হবে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে এটির ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান। 

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, যেভাবে সতর্ক থাকবেন