হোম > পরিবেশ

দিনের চেয়ে কমবে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মৌসুমী বায়ুর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আর তাপমাত্রা দিনের চেয়ে রাতে কিছুটা কমতে পারে। সোমবার (২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। 

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ০৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাব রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে (সোমবার) ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে গড়ে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। এসব এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।’ 

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬