জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিবেশের ভারসাম্য রক্ষায় দুর্লভ প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন তরুপল্লব ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এসব গাছ রোপণ করে। এতে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
দুর্লভ প্রজাতির উদ্ভিদগুলির মধ্যে স্বর্ণচাঁপা, নাগমণি, জগডুমুর, কনকচাঁপা, শিউলি, সোনালু, জ্যাকারান্ডা, নাগলিঙ্গম, গর্জন, রক্তন, নারিকেল, বৌদ্ধ নারিকেল, উদাল, আমড়া, ডেউয়া, সুপারি, হরীতকী গাছের চারা অন্যতম।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দিন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন, সহসভাপতি শাহজাহান মৃধা, জাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলমসহ প্রমুখ।
এ বিষয়ে জাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলম বলেন, ‘আমাদের গার্ডেন শুধু নান্দনিকতার জন্য না, এটি মাঠ পর্যায়ের গবেষণার জন্য। আমরা গার্ডেনকে পূর্ণাঙ্গ করতে চাই। এ জন্য গাছের আবাসস্থল বানাতেই আমরা গাছগুলো রোপণ করেছি। আর ক্যাম্পাসে গাছ সংরক্ষণে সচেতনতা ও পরিচিতির জন্য প্রতি বছর একটি অনুষ্ঠানের উদ্যোগ নিতে যাচ্ছি।’