ঢাকা: বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সংস্থাটির ওয়েবসাইটে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়েছে। তাতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'যশ'। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছে ওমান। এর অর্থ 'হতাশা'।
ঝড়টির জন্য দুর্যোগ মন্ত্রণালয় আগাম সতর্কতা নিয়েছে। উপকূলের ১৯টি জেলার মানুষদেরকে সাবধানে চলাচল করতে বলেছে দুর্যোগ মন্ত্রণালয়। ঝড়ের আগাম প্রস্তুতির বিষয়ে সচিবালয়ে এক সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির আভাস দেওয়া হচ্ছে, সেটি ঘূর্ণিঝড় 'যশ'-এ পরিণত হতে পারে। এমনকি এটি শক্তিশালী সুপার সাইক্লোনেও পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের উপকূলের ১৯টি জেলার মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।