হোম > পরিবেশ

এসে গেছে শীত, মৌলভীবাজারে তাপমাত্রা সর্বনিম্ন ১৫ দশমিক ৬ 

মৌলভীবাজার প্রতিনিধি

শীতপ্রবণ জেলা মৌলভীবাজারে শীতের আগমনী বার্তা দিচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা নামতে থাকে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পায়। 

শ্রীমঙ্গল আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ সকালে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, মৌলভীবাজারে দেশের অন্যান্য জায়গা থেকে তাপমাত্রা সর্বনিম্ন থাকে। তবে এখন রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। 

এখন হেমন্তকাল, তবু প্রকৃতি প্রস্তুতি নিচ্ছে শীতকে স্বাগত জানাতে। শীত পড়তে শুরু করেছে গ্রাম-শহর সর্বত্র। সকালে কুয়াশার দেখা পাওয়া যায়, সঙ্গে হিমশীতল বাতাস। রোদ না ওঠা পর্যন্ত শীত কাবু করে রাখে। 

আজ মৌলভীবাজার শহর ঘুরে দেখা যায়, কুয়াশার চাদর ভেদ করে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে। এর মধ্যে শহরের মোড়ে মোড়ে বসা দিনমজুর মানুষগুলো শীতে জবুথবু হয়ে বসে আছেন। কেউ চা পান করছেন, কেউ ফুকছেন বিড়ি। 

কথা হয় দিনমজুর মজমিল মিয়ার সঙ্গে। তিনি বলেন, শীত পড়ছে ধীরে ধীরে, তবে ঠান্ডা বাতাসটা ক্ষতিকর। এখন কাজকাম ভালোই পাওয়া যায়। মাঝে তো করুণ অবস্থা গেছে। প্রতিদিন অপেক্ষায় থাকি কেউ এসে নিয়ে যাবে কাজে। প্রতিদিনের আয় দিয়েই চলে সংসার।

পাশে থেকে কথায় যুক্ত হন আলমাছ আলী। তিনি আক্ষেপের স্বরে বলেন, গরিবের শীত-গরম কিছু নাই, কষ্ট নাই। আমরা যখন যা কাজ পাই তা করি। এখন ধান কাটা শুরু হবে সেখানেও যাব। সারা দিনে ৪০০-৫০০ টাকা পাই। জিনিসপত্রের যে দাম, এই টাকায় কিছুই হয় না, সংসার চলে না। কোনো রকম বেঁচে আছি। 

ঢাকার যেসব এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ মাত্রায় দূষিত

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকালে পড়েছে হালকা শীত

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি