হোম > পরিবেশ

খাবারের সন্ধানে এসে কাদায় আটক হাতি, বন বিভাগের উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের তৈলা ভাঙা বিল এলাকায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে উদ্ধার করে বনে ফেরত পাঠানো হয়েছে। বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় আজ শনিবার বেলা ১২টায় হাতিটিকে বনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির। 

এর আগে সকাল ৮টায় হাতিটি কাদায় আটকা পড়ে। হাতিটির আর্তচিৎকারে উৎসুক জনতা ভিড় জমায়। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, হাতিটি রাতের আঁধারে বন থেকে এসে কাদায় আটকা পড়ে। খাদ্যের সন্ধানে বনাঞ্চলের পাশে এসেছিল হাতিটি। পরে কাদায় আটকে গিয়ে ওঠার চেষ্টায় ব্যর্থ হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েও শরীর তুলতে পারছিল না। থেকে থেকেই চিৎকার করে উঠছিল। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়। বন বিভাগের অফিসেও খবর দেওয়া হয়।

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবির বলেন, ‘সকাল ৮টার দিকে খবর পাওয়ার সাথে সাথে ইউএনও মহোদয়কে অবহিত করে আমরা লোকজন ও চিকিৎসক পাঠিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবহিত করে সকলের সহযোগিতায় বেলা ১২টার সময় নিরাপদে হাতিটিকে উদ্ধার করে বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি।’ 

শিলক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, ‘হাতিটি বিলে কাদা মাটিতে আটকা পড়ে। পরে স্থানীয়রা ভিড় জমালে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় বেলা ১২টায় হাতিটি বনে পাঠানো হয়েছে।’ 

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, যেভাবে সতর্ক থাকবেন