হোম > পরিবেশ

জলবায়ু তহবিলে বাংলাদেশের হিস্যা আদায় বড় চ্যালেঞ্জ: পরিবেশমন্ত্রী সাবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা–৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। 

শপথ গ্রহণের পর সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমরা যখন টেকসই উন্নয়নের কথা বলি তখন বন, পরিবেশ, জলবায়ু এই বিষয়টাকে বিবেচনায় রাখতে হবে। সুতরাং, এই বিষয়টা আমরা কতটুকু রাখতে পারছি সেটার ওপর নির্ভর করবে আমাদের প্রকৃত প্রবৃত্তিটা কী হয়।’ 

পরিবেশমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে পৃথিবীতে নানা তহবিল গঠন করা হচ্ছে। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতির জন্য আমরা মোটেও দায়ী নই। এখন সে তহবিল থেকে আমরা কী পরিমাণ অর্থ আদায় করব, এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। পরিবেশ, জলবায়ু ও বনের বিষয়গুলো বিবেচনা না করে টেকসই উন্নয়ন কখনোই সম্ভব হবে না। আর আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের যে তহবিল সেটা থেকে বাংলাদেশের জন্য ন্যায্য যে হিস্যা সেটা যেন আমরা আদায় করতে পারি।’

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি