হোম > পরিবেশ

শৈত্যপ্রবাহের বিস্তার কমছে, সারা দেশের আবহাওয়া যেমন থাকবে

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বেশ কিছু অঞ্চলজুড়ে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের আওতা কমতে শুরু করেছে। গত শুক্রবার ১৯ জেলার ওপর দিয়ে, গতকাল শনিবার ছয় জেলার ওপর দিয়ে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আজ পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটিও প্রশমিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে। 

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানা গেছে। 

পূর্বাভাসে বলা হয়েছে—পঞ্চগড় ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এদিন ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। 

পরবর্তী দুই দিন সারা দেশে তাপমাত্রা বিড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বলা হয়েছে, আগামীকাল (সোমবার) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন (মঙ্গলবার) সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনেও রাত-দিনের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি

মাঘের প্রথম সকালে ঢাকায় ঝলমলে রোদ, তাপমাত্রা ১৬.৫

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

ধানমন্ডিতে বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ, সতর্ক থাকতে যা করতে পারেন

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.১