হোম > পরিবেশ

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে, ৬.৬ ডিগ্রি সেলসিয়াস

আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটিই এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে মাঝারী শৈত্যপ্রবাহ। 

এর আগে এবারের মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সারা দেশের চার বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ চলছে। দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে আজ ও কাল বৃষ্টি হতে পারে। 

এর আগে গতকাল সোমবার দিনাজপুর ও নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী দুই দিন হয়তো রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে। তবে ২৪ জানুয়ারির পর থেকে আবার সারা দেশে তাপমাত্রা কমে যাবে। বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে যাবে উত্তর ও দক্ষিণ অঞ্চলে। ঢাকার তাপমাত্রা এই সময়ে আর ১ ডিগ্রি কমে যেতে পারে।’

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ, বিপজ্জনক অবস্থায় কায়রো

ঢাকায় শীত আরও বেড়েছে

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ঢাকায় সকালে তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস

শীতের দাপট আজও থাকবে, পড়বে ঘন কুয়াশা

আজ শীত আরও বাড়বে, কাটছে না কুয়াশার চাদর

শীতে কাঁপছে সারা দেশ, রাতে তাপমাত্রা আরও কমবে

ঢাকায় শীত আরও বেড়েছে, পড়বে ঘন কুয়াশা

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

জেঁকে বসেছে শীত, বছরের শেষ দিন পর্যন্ত কমতে পারে তাপমাত্রা