হোম > পরিবেশ

দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আওতা বাড়ার পূর্বাভাস

ফাইল ছবি

দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহসহ গত বৃহস্পতিবার থেকে সারা দেশের তাপমাত্রা ছিল কম, সঙ্গে ঘন কুয়াশা। আজ দেশে ঘন কুয়াশার প্রভাব তুলনামূলক কম থাকলেও উত্তরের দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ এখনো চলমান। এর পরিধি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকালে প্রকাশিত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—দিনাজপুর ও পঞ্চগড় জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

রাজধানী ও এর আশপাশের অঞ্চলগুলোতে গতকাল শুক্রবার কুয়াশা শীতের মাত্রা বেশি থাকলেও আজ খানিকটা কম। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। গতকাল ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে আজ তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ দিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি

মাঘের প্রথম সকালে ঢাকায় ঝলমলে রোদ, তাপমাত্রা ১৬.৫

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

ধানমন্ডিতে বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ, সতর্ক থাকতে যা করতে পারেন

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.১

খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ সবচেয়ে বেশি যেসব এলাকায়

ঢাকায় তাপমাত্রা আজ আরও বেড়েছে

রৌদ্রোজ্জ্বল ঢাকার আকাশ, বেড়েছে তাপমাত্রা

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর