হোম > পরিবেশ

রাজধানীতে ঝড় ও বজ্রপাতের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশাখের প্রথম দিনেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, ঝড়, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াসংশ্লিষ্টরা জানিয়েছেন, পয়লা বৈশাখের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীতে দমকা হাওয়া, ঝড়, বজ্রপাত ও বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পয়লা বৈশাখের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য পরিবর্তন হলেও আগামী তিন দিনের আবহাওয়া অনেকটাই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে, তাই আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, দেশের দক্ষিণাঞ্চল ছাড়া দেশের প্রায় সকল বিভাগে আগামী কয়েক দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গতকালও ঝড় হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। 

এদিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জে কালবৈশাখী ও বজ্রপাতে নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জে ভোর ৪টা থেকে শুরু হওয়া ঝড়ে গাছের ডাল বাড়ির ওপর ভেঙে পড়লে এক মা ও দুই শিশুর মৃত্যু হয়। এ ছাড়াও বজ্রপাতে সুনামগঞ্জে দুজন ও হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল