হোম > পরিবেশ

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেও জলবায়ু রক্ষার লড়াইয়ে থাকছেন মাইকেল ব্লুমবার্গ

মার্কিন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। ছবি: এএফপি

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় জলবায়ু তহবিলে অর্থায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সেই শঙ্কার মধ্যেই মার্কিন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ধনকুবের মাইকেল ব্লুমবার্গ ঘোষণা দিয়েছেন, তিনি জাতিসংঘের জলবায়ু তহবিলে অর্থ জোগাবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ধনকুবের মাইকেল ব্লুমবার্গ গত বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তাঁর ফাউন্ডেশন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংস্থা ইউএনএফসিসিসিকে তহবিল প্রদানে জন্য এগিয়ে আসবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাইকেল ব্লুমবার্গের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করলেও যেন ইউএনএফসিসিসিতে অর্থের অভাব না হয়। সাধারণত ইউএনএফসিসিসি সেক্রেটারিয়েটের বাজেটের ২২ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসে। ২০২৪-২০২৫ সালের জন্য সংস্থাটির পরিচালন ব্যয় ধরা হয়েছে ৯৬ দশমিক ৫ মিলিয়ন ডলার।

জাতিসংঘের জলবায়ু লক্ষ্য ও সমাধান বিষয়ে জাতিসংঘের বিশেষ দূতের দায়িত্ব পালন করা মাইকেল ব্লুমবার্গ ট্রাম্পের প্রথম মেয়াদে পরিবেশগত দিকগুলো উপেক্ষা করা হয়েছে ইঙ্গিত করে বলেন, ‘২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে যখন ফেডারেল পর্যায়ে কার্যক্রম স্থগিত ছিল, তখন শহর, রাজ্য, ব্যবসা প্রতিষ্ঠান এবং জনগণ আমাদের জাতীয় প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এসেছিল। এখন আমরা আবার প্রস্তুত।’

এই নিয়ে দ্বিতীয়বার ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার নিষ্ক্রিয় থাকার শূন্যতা পূরণে এগিয়ে এলেন। এর আগেও তিনি ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের প্যারিস চুক্তি থেকে প্রত্যাহারের পর ইউএনএফসিসিসিকে সহায়তায় ১৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ব্লুমবার্গ ‘আমেরিকার অঙ্গীকার’ নামক একটি উদ্যোগও শুরু করেছেন। এই উদ্যোগটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বাইরে যারা জলবায়ুর বিষয়ে কাজ করেন বা সহায়তা দেন তাদের নিয়ে কাজ করে। এ বিষয়ে জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল বলেন, ‘এ ধরনের অবদান ইউএনএফসিসিসি সেক্রেটারিয়েটকে সদস্য দেশগুলোকে তাদের প্যারিস চুক্তি অনুসারে প্রতিশ্রুতি পূরণে সহায়তা করতে এবং একটি নিম্ন-কার্বন, টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি