হোম > পরিবেশ

ইউক্যালিপটাস-আকাশমণিগাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষেধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা রোপণ, উত্তোলন এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষায় সরকারি, বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ধরনের আগ্রাসী প্রজাতির গাছ রোপণের পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করতে হবে।

উল্লেখ্য, ইউক্যালিপটাস ও আকাশমণিগাছ অত্যধিক পানি শোষণ করে মাটির আর্দ্রতা কমিয়ে দেয়। পাশাপাশি, এই গাছের পাতায় থাকা টক্সিন মাটির উর্বরতা নষ্ট করে। এর আশপাশে অন্য গাছ জন্মাতে পারে না। এ ছাড়া, এই গাছ স্থানীয় পাখি, কীটপতঙ্গ এবং অন্যান্য জীববৈচিত্র্যের জন্যও হুমকি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় সবাইকে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণে উৎসাহী হতে হবে। আগ্রাসী প্রজাতির গাছ রোপণ ও বনায়ন বন্ধে সরকারি নির্দেশনার কঠোর বাস্তবায়নের কথাও জানানো হয়।

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ, বিপজ্জনক অবস্থায় কায়রো

ঢাকায় শীত আরও বেড়েছে

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ঢাকায় সকালে তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস

শীতের দাপট আজও থাকবে, পড়বে ঘন কুয়াশা

আজ শীত আরও বাড়বে, কাটছে না কুয়াশার চাদর

শীতে কাঁপছে সারা দেশ, রাতে তাপমাত্রা আরও কমবে

ঢাকায় শীত আরও বেড়েছে, পড়বে ঘন কুয়াশা

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

জেঁকে বসেছে শীত, বছরের শেষ দিন পর্যন্ত কমতে পারে তাপমাত্রা