হোম > পরিবেশ

সরে গেছে লঘুচাপের প্রভাব, বাড়বে গরম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব সরে গেছে বাংলাদেশের ওপর থেকে। ফলে বৃষ্টির প্রবণতাও কমে গেছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা বাড়বে বেশি। ঢাকাসহ ভ্যাপসা গরম বাড়বে সারা দেশে। দেশের সমুদ্র বন্দরগুলোর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে। তবে উপকূলীয় নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি সরে গেছে বাংলাদেশের উপকূল এলাকা থেকে। ফলে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কমে গেছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে জানান, লঘুচাপটি এখন গুরুত্বহীন হয়ে গেছে। সাগরে সতর্ক সংকেত নেই তবে উপকূলীয় নদীগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এ সব নদীতে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এ সময় উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে নৌযান চলাচল করতে পারবে। তবে সাবধানতার জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ওঠা–নামা করবে। রাতে থাকবে ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আরও ২ থেকে ৩ দিন পর মৌসুমি বায়ু সক্রিয় হবে। তখন দেশে আবার বৃষ্টি বাড়বে। তবে এর আগে ভ্যাপসা গরম থাকবে সারা দেশে।

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি