হোম > পরিবেশ

মাঘের শীতে কাবু ফুলবাড়ীর মানুষ, তাপমাত্রা নেমেছে ৬ দশমিক ৮ ডিগ্রিতে 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মাঘের শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ীর মানুষ। উপজেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা ও শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে গোটা জনপদ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। 

আজ শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় শীতকষ্টে পড়েছে ধরলা, নীলকমল, বারোমাসিয়াসহ চারটি নদী তীরবর্তী ১৬টি চরাঞ্চলের মানুষ। 

ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। তীব্র ঠান্ডায় মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে। উপজেলা হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সাড়ে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের পুতুল রায় বলেন, ‘২২ দিন থাকি ঠান্ডা, কাজ কামাই করতে পারছি না। আমরা যারা দিন করে দিন খাই, আমরা নিরুপায়।’ 

নাওডাঙ্গা ইউনিয়নের চরগোড়কমণ্ডল গ্ৰামের নবির উদ্দিন নামের এক শ্রমিক বলেন, ‘সকালে যখন বোরো ধানের বীজতলায় কাজ করি, তখন হাত-পা বরফ হয়ে যায়। অনেক দিন থাকি ঠান্ডায় অবস্থা খারাপ।’ 

বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্ৰামের আবুল হোসেন নামের এক কৃষক বলেন, ‘ঠান্ডায় ঘর থেকে বের হওয়া যায় না। কাজকর্ম করতে না পারায় রোয়া রোপণ করতে পারছি না। দেরিতে আবার ফলন কম হবে।’ 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এ রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের ২৮ তারিখের পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

জেঁকে বসেছে শীত, বছরের শেষ দিন পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

ফের বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর

তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো