হোম > পরিবেশ

নিম্নচাপে পরিণত হলো লঘুচাপ, বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি বাংলাদেশের উপকূলে আসার সম্ভাবনা ক্ষীণ। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। 

তিনি বলেন, আসলে যেকোনো সময় টার্ন নিতে পারে। আর একটু সময় গেলে আরও ভালোভাবে বোঝা যাবে। তবে ভারতের দিকে এগোলেও দেশের উপকূলে সামান্য বৃষ্টি থাকতে পারে, যদি এটি ঝড়ে পরিণত হয়। 

এই নিম্নচাপ পরে গভীর নিম্নচাপের ধাপ পার করে রূপ নেবে ঘূর্ণিঝড় ‘মিচাং’ বা ‘মিগজাউম’-এ। নামটি মিয়ানমারের দেওয়া। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি আজ (শুক্রবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম  ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। 

বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। 

নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকার যেসব এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ মাত্রায় দূষিত

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকালে পড়েছে হালকা শীত

রাজধানীতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি