জি-২০ সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, বিশ্ব কি আত্মবিশ্বাসী হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জলবায়ু প্রতিশ্রুতি রক্ষা করবে। তহবিল অনুমোদনের বিল কংগ্রেসে এখনও ভোটে দেওয়া হয়নি। উত্তরে জো বাইডেন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে তাঁর পরিকল্পনাগুলো পাস হবে।
কপ-২৬ এর আগে জি-২০ সম্মেলনে কিছু বিষয় নিয়ে তিনি হতাশ বলেও জানিয়েছেন বাইডেন।
বাইডেন বলেছেন, জি-২০ সম্মেলনে চীন ও রাশিয়া জলবায়ু বিষয়ে মূলত কোন কিছুই বলেননি। এটা খুবই হতাশাজনক।