হোম > পরিবেশ

কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে: গ্রেটা থুনবার্গ

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান জাতিসংঘের কপ২৬ জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গতকাল শুক্রবার ওই শহরে হাজারো স্কুল শিক্ষার্থী ও রুণদের বিক্ষোভ মিছিলে যোগ দেন গ্রেটা। মিছিল শেষে জর্জ স্কয়ারে সমবেতদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। 

গ্লাসগোতে শুক্রবার মিছিল ও সমাবেশের আয়োজন করে ফ্রাইডে ফর ফিউচার স্কটল্যান্ড নামে তরুণদের একটি দল, যারা মূলত থানবার্গের অনুসারী। চলমান জলবায়ু সম্মেলনের মধ্যে পরিবেশবাদীদের আয়োজিত অন্যতম বড় বিক্ষোভ সমাবেশ ছিল এটি। 

সমাবেশে অংশ নিয়ে গ্রেটা বলেন, এটা গোপন কিছু নয় যে, কপ২৬ ব্যর্থ হয়েছে। এটা তো সত্য, যেভাবে আমরা এই সংকটের মধ্যে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। অবিলম্বে বার্ষিক কার্বন নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।

সুইডেনের এই পরিবেশ কর্মী বলেন, যারা ক্ষমতায় রয়েছেন, তারা ফ্যান্টাসির বুদবুদে নিজেদের রাখতে পারেন। তারা হয়তো মনে করতে পারেন, প্রযুক্তির মাধ্যমে সব সংকট দূর হয়ে যাবে। তারা যখন ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন, তখন পৃথিবী সত্যিকার অর্থে পুড়ছে । 

গ্রেটা বলেন, জাতিসংঘের আয়োজিত দুই সপ্তাহের এই সম্মেলন ছিল দুই সপ্তাহব্যাপী ব্যবসাকে উদযাপনের আয়োজন। এখানেও ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়েছে।  নিজেদেরকে লাভবান করার জন্য পালানোর পথ তৈরি করা হয়েছে।   

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ খিলক্ষেত এলাকায়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, মাঝারি মানের কুয়াশা পড়বে

মাঘে বাড়ছে তাপমাত্রা, আরও কত বাড়বে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৬ ডিগ্রি

মাঘের প্রথম সকালে ঢাকায় ঝলমলে রোদ, তাপমাত্রা ১৬.৫

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

ধানমন্ডিতে বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ, সতর্ক থাকতে যা করতে পারেন

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.১

খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ সবচেয়ে বেশি যেসব এলাকায়