হোম > পরিবেশ

নীলফামারীতে মুরগির খামারে চিতা বাঘের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মুরগির খামারে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে একটি চিতা বাঘের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ভোরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের দলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা মৃত বাঘটিকে উদ্ধার করেন। মৃত্যুর পর চিতা বাঘটিকে নিয়ে বাঁশে বেঁধে ঝুলিয়ে উল্লাস করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দলপাড়া গ্রামের অলিয়ার রহমান একজন মুরগি ব্যবসায়ী। তাঁর খামারে প্রায়ই কোনো না কোনো প্রাণী ঢুকে খামারের মুরগি খেয়ে ফেলে। এ কারণে তিনি অতিষ্ঠ হয়ে খামারের পেছনে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। আজ শুক্রবার ভোররাতে খামারের ফাঁদে জড়িয়ে চিতা বাঘটির মৃত্যু হয়।

খামারি অলিয়ার রহমান বলেন, ‘আমার খামারের পেছন দিকে পুরোটাই জঙ্গল। মুরগি বাঁচাতে পেছনের দিকে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। আজ ভোরে চিৎকার শুনে দেখি একটি চিতা বাঘ পড়ে আছে।’

জেলা বন বিভাগের কর্মকর্তা মোনায়েম খান বলেন, ‘এটি একটি লেপার্ড। ভারতীয় হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘এটি বন বিভাগের বিষয়। তাঁরা কী পদক্ষেপ নেবেন, আমাদের জানালে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

ঢাকায় আজ আরও কমেছে তাপমাত্রা

খনিজের সন্ধানে গভীর সমুদ্রে খনন, দুর্লভ জীববৈচিত্র্য বিলুপ্তির শঙ্কা