হোম > পরিবেশ

ঢাকায় আজ বায়ুদূষণ বেড়েছে, শীর্ষে দিল্লি

বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ওপরে উঠে এসেছে। বেড়েছে দূষণের মাত্রাও। অস্বাস্থ্যকর বাতাস নিয়ে অবস্থান পঞ্চমে, দূষণের মাত্রা ১৬৭। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম ও কাজাখস্তান।

আজ শনিবার সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা

—০—৫০: ভালো

—৫১—১০০: সন্তোষজনক

—১০১—২০০: মাঝারি

—২০১—৩০০: খারাপ

—৩০১—৪০০: খুব খারাপ

—৪০১—৪৫০: ভয়ানক

—৪৫০ +: অতি ভয়ানক

সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লির দূষণের মাত্রা ৩৫০, যা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণের মাত্রা ২৭১। এই শহরে দূষণ খারাপ পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে উঠে এসেছে নর্থ ভিয়েতনামের হানোই শহর, সেখানে আজ দূষণের মাত্রা ২০৬। কাজাখস্তানের আস্তানা বায়ুদূষণের শীর্ষ চতুর্থ অবস্থানে, যেখানে দূষণের মাত্রা ১৯২, সে অনুযায়ী এই শহরে দূষণের মাত্রা মাঝারি পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

এ বছরের শুরুর দিকে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্ব গত বছর রেকর্ড পরিমাণ তেল, কয়লা ও গ্যাস ব্যবহার করেছে। এগুলো বিশ্বকে উত্তপ্ত করা কার্বনদূষণকে নতুন উচ্চতায় ঠেলে দিয়েছে।

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর