হোম > পরিবেশ

মানুষের ফেলা প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার করছে বাঘের বাচ্চা

ক্রমাগত পরিবেশকে দূষিত করছি আমরা। নিজেদের চারপাশের পরিবেশের বারোটা বাজিয়ে এখন আমাদের এই দূষণ ছড়িয়ে পড়ছে বন্যপ্রাণীদের আবাসস্থলে। বিশেষ করে প্লাস্টিকের ভূমিকা এ ক্ষেত্র সবচেয়ে বেশি, যা এসব প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। 

তবে বিষয়টি অন্য মাত্রায় চলে যায় যখন একটি অল্প বয়স্ক বাঘকে জলের গর্ত থেকে একটি প্লাস্টিকের বোতল তুলতে দেখা যায়। আপাতদৃষ্টিতে কিছু মানুষ এই এলাকা ভ্রমণ করে যাওয়ার পর আবর্জনা পরিষ্কার করছে প্রাণীটি।

বাঘের শাবকটির মা ভানুসখিন্দি নামের এক বাঘিনী। আর আশ্চর্য এ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের তাদোবা-আন্ধারি টাইগার রিজার্ভে। গোটা বিষয়টি জানা যায় একটি ভিডিওর মাধ্যমে।

টুইটারে (বর্তমান এক্স) ভিডিওটি শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা সুশান্ত নন্দা। আর এটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থলের ওপর বর্জ্যদূষণের বিষয়টি তুলে ধরেছেন সবাই। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

এটি তাদোবা-আন্ধারি রিজার্ভে ঘটা গত বছরের সেপ্টেম্বরে একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়।

তখন অন্য একটি বাঘের শাবককে একটি ফেলে দেওয়া গামবুট নিয়ে খেলা করতে দেখা যায়। এটি সংরক্ষিত এলাকায় রাবার এবং প্লাস্টিকের দূষণকারীর ব্যাপক উপস্থিতি সম্পর্কে বন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করে।

বন্যপ্রাণীদের মানব বর্জ্যের মুখোমুখি হওয়া এ ধরনের দৃশ্য প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয়। সেই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বন্যপ্রাণীর আবাসস্থল এবং জীববৈচিত্র্যের ওপর মানুষের কর্মকাণ্ডের প্রতিকূল প্রভাব কমাতে বর্জ্য হ্রাস এবং আমাদের নিজেদের সচেতনতা জরুরি।

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর