হোম > পরিবেশ

জীবাশ্ম জ্বালানি নারীর জন্যও ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেছেন, ‘যেসব জ্বালানি পরিবেশের জন্য ক্ষতিকর, সেসব পরিহার করে আমাদের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। শুধু পরিবেশের জন্যই নয়, জীবাশ্ম জ্বালানি নারীর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।’

‘নারীর ক্ষমতায়নে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব’ শীর্ষক উন্মুক্ত আলোচনা এবং ‘বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস ও প্রযুক্তিতে জেন্ডার প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রকাশনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শাহীন আনাম এসব কথা বলেন। রাজধানীর এমজেএফ টাওয়ারে গতকাল বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহীন আনাম বলেন, ‘আমাদের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অনেক ফাঁক রয়েছে। এই নীতিমালা জেন্ডার লেন্স দিয়ে পর্যালোচনা করে পরিবর্তন আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন।’

অনুষ্ঠানে ‘ইনভেস্ট ইন উইমেন অ্যান্ড গার্লস: এক্সিলারেট প্রগ্রেস থ্রু রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের পরিচালক (প্রকল্প) বনশ্রী মিত্র নিয়োগী। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ন্যায্যতা নিশ্চিত করার জন্য নারীর ওপর বিনিয়োগ অত্যন্ত জরুরি। নবায়নযোগ্য জ্বালানি খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নীতিমালা পর্যায়ে যেমন কাজ করতে হবে, তেমনি তৃণমূল পর্যায়ের নারীদের দক্ষতাও বাড়াতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তারা ক্লাইমেট ফাউন্ডেশনের সুহা তাবিল, অ্যাকশনএইড বাংলাদেশের আবুল কালাম আজাদ, এথিক্যাল ট্রেনিং ইনিশিয়েটিভের মুনীর উদ্দিন শামীম, জিএসসিসির ফারাহ আনজুমসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, গবেষণা সংস্থার প্রতিনিধি এবং উই নেটওয়ার্কের সদস্যরা।

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী