হোম > পরিবেশ

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আতঙ্কের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঘূর্ণিঝড় 'ইয়াস' নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আরও পাঁচ থেকে ছয়দিন পর ঘূর্ণিঝড়ের গতিপথ জানা যাবে। ঝড়টি বঙ্গোপসাগরের গভীরে সৃষ্টি হতে পারে।

আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে জানান, 'আগামী ২৩ তারিখের পর ঘূর্ণিঝড় 'ইয়াস' সম্পর্কে সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে। এখন আমরা যা বলছি তা অনুমাননির্ভর। এমনও হতে পারে ঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হয়ে সেখানেই দুর্বল হয়ে শেষ হবে অথবা গতিপথ ভারতের দিকে যাবে। পরে দুর্বল হয়ে বাংলাদেশে হালকা আঘাত করতে পারে। আবার গতিপথ বাংলাদেশের দিকে এলে তখন ভয়ের কারণও হতে পারে। তাই ভবিষ্যতে কী হবে তা নিয়ে এখনই আতংকিত হওয়া যাবে না।'

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো খুলনায় ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন ছিলো ২৩ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার মতো সারাদেশে গরম আবহাওয়া অব্যাহত থাকবে। ঢাকার বাইরের কয়েকটি বিভাগের কিছু জেলায় আগামীকাল বৃহস্পতিবারও হালকা বৃষ্টি হবে।

ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের আরও কিছু জেলায় থেমে থেমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজ ঢাকায় শীতের দাপট আরও বেশি