হোম > পরিবেশ

কেন আমাদের বাঘ রক্ষা করতে হবে

বাঘ রাজকীয় এক প্রাণী। বনের ভেতরে বাঘ দেখার রোমাঞ্চের কোনো তুলনা হয় না। বাঘের কারণেই বন্যপ্রাণীপ্রেমীসহ সবার কাছে সুন্দরবনের এত আকর্ষণ। কিন্তু এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, বাঘ আমাদের জন্য দরকারি কেন কিংবা আমরা বাঘ রক্ষা করব কেন, তাহলে কী উত্তর দেবেন?

দুশ্চিন্তার কিছু নেই। আপনার হয়ে উত্তরটা দিচ্ছেন সুন্দরবন ও বাঘ নিয়ে দীর্ঘদিন কাজ করা খসরু চৌধুরী ও মনিরুল খান।

সুন্দরবনের খাদ্যশৃঙ্খলের চূড়ায় বাঘের অবস্থান
মনিরুল খান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ এবং অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পরিবেশ-প্রতিবেশের কথা বিবেচনা করলে বাঘ আছে সুন্দরবনের খাদ্যশৃঙ্খলের চূড়ায়। এটি হরিণ, বুনো শূকরসহ বিভিন্ন প্রাণী খেয়ে এগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করে। কারণ এসব প্রাণীর সংখ্যা এদের খাবারের তুলনায় বেড়ে গেলে বনের পরিবেশ ও গাছপালার ওপর বিরূপ প্রভাব পড়বে।

বাঘ ইকো ট্যুরিজমের বড় আকর্ষণ। মানুষ সুন্দরবনে গিয়ে বেশির ভাগ সময় বাঘের দেখা না পেলেও তাঁদের আকৃষ্ট করে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা। বলা চলে, বাঘের টানেই পর্যটকদের বড় অংশ বনটিতে ভ্রমণ করে। এভাবে সরকারের রাজস্ব আয়ও হচ্ছে। এখন সম্পদ আহরণের চেয়ে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পর্যটন খাত।

স্থানীয় জনগণের রুটি-রোজগারেও বড় ভূমিকা বাঘের। বাঘের কারণেই বনে বেশি পর্যটক আসার বিষয়টা আবার বলতে হয়। সুন্দরবনে লঞ্চে চাকরি, ট্যুর ব্যবসা পরিচালনা, গাইড হিসেবে কাজ করে কিংবা বিভিন্ন হস্তশিল্পজাত জিনিস বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করেন। 

বাঘ রক্ষায় মনস্তাত্ত্বিক একটি ব্যাপারও আছে
খসরু চৌধুরী, সুন্দরবন বিশেষজ্ঞ ও বন্যপ্রাণী গবেষক

বাঘ রক্ষা করার বিষয়টির সঙ্গে আরও অনেক প্রাণীর ভবিষ্যৎ জড়িয়ে আছে। বাঘ বাঁচলে বনের অন্য প্রাণীগুলো টিকে থাকাটা সহজ হয়। বাঘ যে শিকার করে, এটা থেকে অনেক সময় উপকৃত হয় বন বিড়াল, গুই সাপ, বুনো শূকর কিংবা শজারুর মতো প্রাণীরা। শিকারের উচ্ছিষ্ট বনের বিভিন্ন প্রাণীর পেটেই যায়।

ম্যানগ্রোভ বন অন্য বনের তুলনায় অনেক বেশি কার্বন শোষণে সক্ষম। তাই সুন্দরবনকে রক্ষা করা জরুরি। আর বনের প্রাকৃতিক পাহারাদার বাঘ। বাঘ না থাকলে সুন্দরবন টিকে থাকাটাও কঠিন।

বাঘ বাঁচানোর একটি মনস্তাত্ত্বিক ব্যাপার আছে । মানুষ বিস্মিত হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। এটা একটা মানবিক বিপর্যয় । এটা মানুষকে পৃথিবী সম্পর্কে উদাসীন করে তোলে। শিশুদের কথা যদি চিন্তা করেন, তবে তারা মোবাইল ফোনের প্রতি অতিমাত্রায় আগ্রহী হওয়ার কারণে বিস্মিত হওয়ার বা অবাক হওয়ার বিষয়টি তাদের মধ্যে কম কাজ করে। কারণ একপর্যায়ে মোবাইল ফোনের মধ্যেও তাকে অবাক করার মতো কিছু থাকে না। কিন্তু বাঘ, এর শক্তিমত্তা , ভয়ানক উপস্থিতি, প্রচণ্ড ক্ষমতা, মিথলজিক্যাল চরিত্র মানুষকে সব সময় বিস্মিত করে। বাঘের মাধ্যমে মানুষ আগ্রহী হবে অন্যান্য জীবসত্তা , বনজঙ্গল, জলাভূমি, সাগরের প্রতি। তেমনি কোনো একটি জঙ্গলে গেলে বাঘসহ এখানকার বিচিত্র প্রাণী আর প্রকৃতির নানা অনুষঙ্গ প্রতিনিয়ত অবাক ও মুগ্ধ করবে শিশুদের।

সুন্দরবন আমাদের দক্ষিণাঞ্চলকে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। তাই সুন্দরবন রক্ষার জন্য বাঘ বাঁচানোটা জরুরি।

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে