টিভি নাটকে রাফিয়াথ রশিদ মিথিলার ক্যারিয়ার দীর্ঘদিনের। এ বছরই প্রথম চলচ্চিত্রে নাম লেখান তিনি। অনন্য মামুনের পরিচালনায় নিরবের নায়িকা হয়ে শুরু করেন ‘অমানুষ’ ছবি। শুটিং শেষ করে গত ৩০ জুন মেয়েকে নিয়ে চলে যান কলকাতায়।
সেখানে যাওয়ার কিছুদিন পর পাওয়া যায় টালিউডে মিথিলার প্রথম অভিনয়ের খবর। রাজর্ষি দে-র পরিচালনায় ‘মায়া’ ছবি দিয়ে কলকাতায় কাজ শুরু করেন মিথিলা। তবে কেবল ‘মায়া’য় আটকে থাকেননি তিনি। পরপর করেছেন আরও দুটি ছবি। রিঙ্গো পরিচালিত ‘আ রিভার ইন হ্যাভেন’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ছবিগুলো শেষ করে মিথিলা ফিরেছেন ঢাকায়।
নির্মাতা জানিয়েছেন, নাটকটিতে মিথিলা অভিনয় করেছেন ডেন্টিস্টের চরিত্রে। তাঁর প্রেমে পড়েন পাঁচ বছরের ছোট খায়রুল বাসার। প্রতিদিন রাস্তায় মিথিলার জন্য অপেক্ষা করেন। তবে বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না মিথিলা। নির্মাতা প্রীতি দত্ত জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মিথিলা-খায়রুল বাসার অভিনীত নাটক ‘সিনিয়র’।