হোম > বিনোদন > টেলিভিশন

মৃত্যুর পর ৫৭০ সাবান দিয়ে গোসল করতে চান পানু কমান্ডার

বিনোদন প্রতিবেদক

পানু কমান্ডার ৭০ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধা। তার ছেলে পারভেজ স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা। সে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলতে সাহস পায় না। এদিকে পত্রিকায় বিজ্ঞাপন দেখে পানু কমান্ডারের নাতনি মনিকা তার প্রিয় ব্যক্তিত্ব পানু কমান্ডার দাদাভাইকে নিয়ে রচনা লিখে প্রতিযোগিতায় অংশ নিতে চায়। কিন্তু তার বাবা এ বিষয়ে লিখতে নিষেধ করে। এরই মধ্যে পানু কমান্ডার গ্রাম থেকে ঢাকায় তার ছেলের বাসায় আসেন তার শেষ ইচ্ছা জানাতে। তখন নাতনি তার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা জানতে চায়। পানু কমান্ডার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। নাতনি মনিকা ও বৌমা শায়লা তা মনোযোগ দিয়ে শোনে। এরপর পানু কমান্ডার তার ছেলে পারভেজকে নিজের শেষ ইচ্ছার কথা বলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যেমন ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়েছিল, তেমনি পানু কমান্ডারের মৃত্যুর পরও যেন ৫৭০ সাবান দিয়ে গোসল করানো হয়- এটাই ছিল পানু কমান্ডারের শেষ ইচ্ছা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পানু কমান্ডার’। মাসুম রেজার রচনায় এটি প্রযোজনা করেছেন আব্দুল্যাহ আল মামুন। নাটকটিতে পানু কমান্ডারের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত।

এছাড়াও আরো আছেন শহিদুল আলম সাচ্চু, সুষমা সরকার, শিশির আহমেদ, সায়েম সামাদ, নওবাতাহিয়া, জেসমিন সাথী, মোহাম্মদ রফিক, গাজী রোকন প্রমুখ। এটি প্রচারিত হবে ৮ জানুয়ারি শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে।  

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা