হোম > বিনোদন > টেলিভিশন

তারকা দ্বন্দ্ব: চমক ইস্যুতে এফটিপিওর দ্বারস্থ শিল্পী সংঘ ও টেলিপ্যাব

শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে টালমাটাল নাট্য সংগঠনগুলো। সমস্যা সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। এর পরদিন বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনয় শিল্পী সংঘ জানায়, ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা দিতে হবে অভিনেত্রী চমককে। তবে সেদিন রাতেই ডিরেক্টরস গিল্ড জানায়, শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। গত সোমবার সংবাদ সম্মেলন করে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটি। সেই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ ও প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটি দাবি করেছে, পরিচালকেরা চমককে নিষিদ্ধ করায় বিব্রত টেলিপ্যাব ও শিল্পী সংঘ। বিষয়টি নাট্যাঙ্গনের জন্য দুঃখজনক বলেও মনে করেন তাঁরা। এই দ্বন্দ্ব সমাধানে তাঁরা দ্বারস্থ হয়েছে সংগঠনগুলোর অভিভাবক ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন বা এফটিপিওর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটা খুবই সাধারণ বিষয় যে একটি পেশাদার সংগঠন শুধুমাত্র তার সংগঠনের সদস্য ছাড়া অন্য কোনো পেশার শিল্পী, কলাকুশলী বা ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পারে না! নিতান্ত প্রয়োজন হলে সেই পেশার সংগঠনের সাথে আলোচনা করতে পারে।’

সংগঠনটি আরও বলেছে, ‘চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই; আমাদের সিদ্ধান্তে চমকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো কথা নেই।’

এই পর্যায়ে এফটিপিওর মাধ্যমেই বিষয়টির সমাধান চাইছে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাব। এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লাভলুর সঙ্গে কথা বলেছেন তাঁরা। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক হবে বলে জানানো হয়েছে। সেখানেই কাঙ্ক্ষিত সমাধান প্রত্যাশা করছে সংগঠন দুটি। 

৪ আগস্ট উত্তরায় শুটিং চলাকালে অভিনেতা ফখরুল বাশার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের অনেকের সঙ্গে অসদাচরণ করেন অভিনেত্রী চমক। শুটিং সেটে পুলিশ ডেকে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে বন্ধ হয়ে যায় শুটিং। পরে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন এবং আরশ ও আদিফের বিরুদ্ধে থানায় জিডি করেন চমক।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান