হোম > বিনোদন > টেলিভিশন

অভিনেতা এসএম মহসিন আর নেই

বিনোদন প্রতিবেদক

ঢাকা: মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন। রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। খবরটি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব অনুষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবেও।

এসএম মহসিন অভিনয় করেছেন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে। এছাড়া মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ সহ অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ লাভ করেন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

অনিমেষ আইচের পরিচালনায় ‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান মহসিন। এছাড়াও ‘মোহর আলী’, ‘সাকিন সারিসুরি’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা