পারিবারিক গল্প নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি প্রবলেম’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। ধারাবাহিকটি ২ জানুয়ারি থেকে প্রতি রবি থেকে শুক্রবার রাত ৮টায় নাগরিক টেলিভিশনে প্রচারিত হবে।
ধারাবাহিকটিতে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় একঝাঁক তারকাকে। তাঁদের মধ্যে রয়েছেন মারজুক রাসেল, রুনা খান, চাষি আলম, জে এস হিমি, মুসাফির সৈয়দ, এলেন শুভ্র, মুকিত জাকারিয়া, সাবেরী আলম, হান্নান শেলি, আব্দুল্লাহ রানা, শর্মি সারমিন, সুমাইয়া আনজুম মিথিলা, আইরিন আফরোজ, তামান্না সরকার, সিয়াম নাসির, আনোয়ার হোসেন, শামিম হোসেন প্রমুখ।