হোম > বিনোদন > টেলিভিশন

মুস্তাফা মনোয়ার ও ডলি জহুরকে আজীবন সম্মাননা দেবে এটিএন বাংলা

বিনোদন প্রতিবেদক

এ বছরের ১৫ জুলাই প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আজীবন সম্মাননা প্রদান করছে শিল্পী মুস্তাফা মনোয়ার ও অভিনেত্রী ডলি জহুরকে। ২২ জুলাই আয়োজিত ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে তাঁদের।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই এটিএন বাংলার কার্যালয়ে চলে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় কর্মসূচি। ২২ জুলাই শনিবার আয়োজন করা হচ্ছে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার শুরু করবে চ্যানেলটি। গুণীজনদের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চ্যানেল থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে অবদানের জন্য মুস্তাফা মনোয়ারকে এবং অভিনয়ে অবদানের জন্য ডলি জহুরকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। এ ছাড়া এটিএন বাংলার বিভিন্ন বিভাগ ও শাখার কর্মীদের পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে এটিএন বাংলার কর্মীদের পরিবেশনায় নাচ ও গান।

ভাবনা আহমেদ ও অর্পা আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ, ফয়সাল মাহমুদ ও মোশতাক হোসেন।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান