হোম > বিনোদন > টেলিভিশন

বিয়ে করলেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ

বিয়ে করেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। বরের নাম আরিফ হক। দুই পরিবারের সম্মতিতে পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দু’জনের বিয়ে। বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মৌ নিজেই। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাঁকে পছন্দ করতেন।

একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

মৌয়ের উপস্থাপনা ও ব্যক্তিত্ব দেখেই আরিফ প্রেমে পড়েন। কিন্তু ভালোবাসার বার্তাটি পৌঁছাতে পারছিলেন না মৌয়ের কাছে। মৌ জানিয়েছেন, আরিফ বুয়েটে পড়তেন, সেই সুবাদে খুলনার কুয়েটে পড়া মৌয়ের এক কাজিনের সঙ্গে পরিচয় ছিল। তাঁর মাধ্যমেই মৌ জানতে পারেন, আরিফ তাঁকে পছন্দ করেন।

গত বছর নিজেদের মধ্যে প্রথম কথা হয় মৌ ও আরিফের। আরিফ এক পর্যায়ে মৌয়ের পরিবারের সঙ্গে কথা বললে, ১০ দিনের সময় চেয়ে নেন মৌ। সাত দিন ভেবেচিন্তে বিয়েতে মত দেন।

মৌয়ের বর আরিফ হক বুয়েটে পড়াশোনা করেছেন। এখন তিনি শিখো টেকনোলজিসের হেড অব অ্যাডমিশনসের দায়িত্বে আছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান