হোম > বিনোদন > টেলিভিশন

হাসপাতালে অভিনেতা তুষার খান

টিভি নাটক ও চলচ্চিত্রের অভিনেতা তুষার খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল শনিবার (২২ জানুয়ারি) তাঁকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

আহসান হাবিব নাসিম বলেন, ‘ছয়-সাত দিন আগে থেকেই তুষার ভাই অসুস্থ। ওনার সঙ্গে এক দিন আগে আমার ফোনে কথা হয়, তখন তাঁর খুব কাশি হচ্ছিল। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন, এখন সেটা ফুসফুসে সংক্রমিত হয়েছে। বর্তমানে তুষার ভাইকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।’

প্রায় চার দশক ধরে অভিনয় করছেন তুষার খান। ১৯৮২ সালে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন তুষার।

চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় তাঁর। মুহম্মদ হান্নানের পরিচালনায় সালমান শাহর সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে পরিচিত পান তুষার। পরিচালনাও করেছেন তিনি। তুষার খান পরিচালিত একমাত্র টেলিফিল্ম ‘কচুরিপানা’।

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী

দর্শক চায় বাস্তবজীবনেও আমাদের জুটি হোক

নির্ধারিত সময়ের দুই দিন পর শুরু হচ্ছে নবীন প্রবীণ নাট্যমেলা

মঞ্চে আসছে ফারুক আহমেদ নির্দেশিত প্রথম নাটক ‘রঙমহাল’

বিজয় দিবসের টিভি আয়োজন

নাটক প্রযোজনায় শামীম হাসান