হোম > বিনোদন > টেলিভিশন

ভালো কাজের জন্যই মানুষ আপনাকে মনে রাখবে

নাজমুল হক নাঈম

বর্তমান সময়ের বিনোদনপাড়ার জনপ্রিয় মুখ জয়নাল জ্যাক। টেলিভিশন ও ওটিটিতে কাজ করছেন সমানতালে। এই ঈদে অভিনেতার আসতে যাচ্ছে ১৫টির মতো নাটক। জয়নাল জ্যাকের ঈদ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন নাজমুল হক নাঈম।

ঈদে কাজের ব্যস্ততা কেমন গেছে, কী কী কাজ আসছে?
এই ঈদে অনেকগুলো কাজ করেছি। ঈদের সপ্তাহে পর্যায়ক্রমে ১৫টির মতো কাজ আসছে। এর মধ্যে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘তোমাকেই খুঁজে বেড়াই’, মাইদুল রাকিবের ‘ঘুডু’, সাদমান রনির ‘হাফ হাসব্যান্ড’, কামরুল ইসলাম খানের ‘আয়না মানুষ’, এ বি রোকনের ‘প্রেম অবুঝ’ ও জামাল মল্লিকের ‘জোড়াতালি লেন’ উল্লেখযোগ্য। এ ছাড়া আরও কিছু ভালো কাজ আসছে, আশা করি দর্শকদের ভালো লাগবে।

টিভি নাটকের বাইরে সিনেমা ও ওটিটির ব্যস্ততা কেমন যাচ্ছে?
ওটিটিতি গত বছরের আলোচিত নেটওয়ার্কের বাইরে, ৭ নম্বর ফ্লোরে ব্যাপক প্রশংসা পেয়েছি। নতুন কিছু ওয়েবের কাজ শেষ করেছি, সামনে আরও কিছু কাজ আসতে যাচ্ছে।

অভিনয়ের ক্ষেত্রে কী প্রাধান্য দেন–গল্প, নির্মাতা নাকি প্ল্যাটফর্ম?
অভিনয়ের ক্ষেত্রে আমি প্রথম থেকেই গল্পের দিকে গুরুত্ব দিয়েছি। আমার কাছে মনে হয় গল্পই একটি কনটেন্টের হিরো।

অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কী?
সব প্ল্যাটফর্মে সমানতালে ভালো ভালো কাজ করে যেতে চাই। আসলে আমি অভিনয়কে এনজয় করছি। অভিনয়ের মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকতে চাই। আমি বিশ্বাস করি ভালো কাজের জন্যই মানুষ আপনাকে মনে রাখবে।

ঈদ কোথায় করছেন, কীভাবে কাটে ঈদের দিন?
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামের বাড়ি কক্সবাজারে এসেছি। শুটিং ব্যস্ততা শেষে বাড়ি ফিরেছি, এখন ঈদ ঈদ ফিল হচ্ছে।

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী