ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা শামীম ভিস্তি মারা গেছেন। ‘মস্কিষ্কে রক্তক্ষরণ’ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুসংবাদটি অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
অভিনেতা শামীম ভিস্তির বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। তিনি টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সদস্য ছিলেন।
টেলিভিশন ছাড়াও তিনি কাজ করেছেন মঞ্চ ও চলচ্চিত্রে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘ, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।
দেশের অন্যতম পুরোনো নাট্যদল নাট্যচক্রর সদস্য শামীম ভিস্তি। অভিনয় শিল্পী সংঘের সদস্য শামীম ভিস্তি গত নির্বাচনে অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। শামীম ভিস্তি অভিনীত সর্বশেষ নাটক `জিন্দাবাহার'।