হোম > বিনোদন > টেলিভিশন

প্রবাসীদের জীবনের গল্প নিয়ে পলাশ-শিমুল-জীবনের ‘প্রবাসী ২’

প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রবাসী ২’। শাফায়েত হোসেন শাওনের পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ অনেকে। স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ, দুঃখ, হাসি, কান্নার গল্প ফুটে উঠেছে।

মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই কাজটি প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে। প্রায় ১ কোটিরও বেশি মানুষ এটি দেখে তাদের অনুভূতি প্রকাশ করেছে। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাঁদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তাঁরা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। কাজটি করার সময় বুঝে ওঠতে পারিনি এটি এত বেশি দর্শকপ্রিয় হবে। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা।’

প্রযোজক ও স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ‘সারাদেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা থেকেই স্টারলাইন ফুড প্রোডাক্টস প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে প্রবাসী-১ ও প্রবাসী-২ নামে দুটি শর্টফিল্ম তৈরীতে উদ্বুদ্ধ হয়েছে। কাজটি দর্শকপ্রিয় হওয়ায় ভালো লাগছে।’

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী