হোম > বিনোদন > টেলিভিশন

চলে গেলেন অভিনেতা সাগর হুদা

টিভি নাটকের অভিনেতা সাগর হুদা আর নেই। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে। সাগর হুদা নিয়মিত টিভি নাটকে অভিনয় করতেন। ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপারম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’ নাটকগুলো দিয়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।

আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নাম্বার মসজিদে সাগর হুদার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সাগর হুদার মৃত্যুতে শোক প্রকাশ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ফেসবুকে লিখেছেন, ‘সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন। আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুক ফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ।’

অভিনেতা ফখরুল বাসার মাসুম লিখেছেন, ‘ভালো মানুষটা এরকম হুট করেই চলে গেল। গত কোরবানির ঈদে একসঙ্গে নামাজ পড়লাম।’ অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আপনার ছবি এইভাবে দেখব কল্পনাও করিনি, কত কত জীবনের গল্প বাকি রয়ে গেল।’ এছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশাসহ অনেকে শোক প্রকাশ করেছেন। সাগর হুদার সঙ্গে কাটানো দিনগুলোর কথা স্মৃতিচারণ করেছেন তাঁরা।

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন