হোম > বিনোদন > টেলিভিশন

‘বোকা কোথাকার’ টেলিফিল্মে তাঁরা তিনজন

জাবেদ আর মীরার টানাটানির সংসার। জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। সাংসারিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মীরা প্রায়ই বলে, অন্য চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তাতে সায় দিচ্ছে না। যে অফিসে এতদিন চাকরি করেছে, কয়েকমাস বেতন হচ্ছে না বলে সেই অফিস ছেড়ে যাওয়ার পক্ষপাতি নয় সে। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে মীরা।

এই সংকটের মধ্যে গল্পে আসে নতুন চরিত্র—সুমন। জাবেদ ও মীরার কলেজ জীবনের বন্ধু সে। একদিন সুমন মীরাকে জানায়, এখনো সে তাকে ভালোবাসে। একদিকে ‘বোকা’ জাবেদকে নিয়ে অথই জলে মীরা, অন্যদিকে সুমনের ভালোবাসার ডাক—কোনদিকে যাবে মীরা! এমন গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্ম ‘বোকা কোথাকার’।

টেলিফিল্মটি লিখেছেন সুস্ময় সুমন, বানিয়েছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস ও পনির শিকদার। প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

নির্মাতা দীপু হাজরা জানিয়েছেন, ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটি প্রচারিত হবে আগামীকাল বুধবার চ্যানেল আইতে দুপুর ৩টা ৫ মিনিটে।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’