ঢাকা: ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নির্মাতা আশফাক নিপুনের পরিচালনায় এ সিরিজের অভিনয়শিল্পী হিসেবে মোশাররফ করিম ও শ্যামল মওলার নাম আগেই ঘোষণা করেছে হইচই। সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে মম অভিনয় করবেন। ‘ছুঁয়ে দিলে মন’, ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের এ অভিনেত্রী বলেন, ‘এই সিরিজে কাজ করতে গিয়ে সত্যিই আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। নিপুন ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, উনি সুনিপুণ একজন ডিরেক্টর। এত দিনে ওনার সঙ্গে আমার কাজ হয়নি। যার জন্য দুঃখ অনুভব করছি।’
মম কী চরিত্রে অভিনয় করছেন তা এখনই বলতে চাচ্ছেন না; দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন। সিরিজে মোশাররফ করিম একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। ‘মহানগর’-এর আগে ভারতীয় প্রতিষ্ঠান হইচই বাংলাদেশে যাত্রা শুরুর দিকে পাঁচফোড়ন সিরিজে তৌকীর আহমেদের নির্মাণে দেখা গেছে মমকে।
গত ঈদে অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘বিলাপ’-এ। মম বলেন, ‘এই ওয়েব সিরিজের গল্প দর্শককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মতো। এর গল্পে দেখা যায়, কয়েকটি শিশু, নারী ও পুরুষের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং কয়েকটি খুনের রহস্য ভেদ করতে গিয়ে বেরিয়ে আসছে অনাকাঙ্ক্ষিত সত্য। তাই গল্পের ধাপে ধাপে দর্শকেরা অন্য রকম এক রোমাঞ্চ খুঁজে পাবেন।’
গত বছরের শেষদিকে ‘নীলু’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বড় তারকারা বিজ্ঞাপন ছাড়া মাত্র ছয় মিনিটের কোনো ফিকশনে অভিনয় করবেন, সেটা ভাবা যায় না। মম এমন কাজ আরও করতে চান।
এখন থেকে সেই সব কাজ করতে চাই, যা দেখে সবাই বলবে ‘ওয়াও'
জাকিয়া বারী মম, অভিনেত্রী
দর্শক তো বটেই, কাজটির প্রশংসা করছেন তারকারাও। এমনিতে আমাদের দেশে নারীপ্রধান কাজ কম হয়। তার ওপর এখন যে সামাজিক অবস্থা, তাতে এ ধরনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলতে চেয়েছি, প্রতিটি নারীর সুরক্ষার জন্য তাঁকেই প্রস্তুত থাকতে হবে।” তিনি আরও বলেন, ‘একটি ভালো কাজ হতে গেলে একার পক্ষে সম্ভব হয় না। এই কাজটির জন্য পুরো টিমকে আমি কৃতজ্ঞতা জানাই। ভিকি জাহেদের সঙ্গে আমার এটি প্রথম কাজ। তিনি সততার সঙ্গে কাজটি করেছেন।’
সময় হলেই মানুষকে আমি সব জানিয়েছি। মানুষ নানা গুঞ্জন তুলতে পারে। সেটা মানুষের মনের মাধুরী মেশানো। যখন আমি আমার মুখ দিয়ে কিছু বলব, সেটাই সত্যি হিসেবে মেনে নেওয়ার অনুরোধ করব। কারণ, আমার ঘরের খবর তো পরের জানার কথা না। সেটা আমার চার দেয়ালের খবর।
জাকিয়া বারী মম, অভিনেত্রী