হোম > বিনোদন > টেলিভিশন

নাট্য নির্মাতা মোহাম্মদ নোমানের মৃত্যু 

নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজকের পত্রিকাকে খবরটি নিশ্চিত করেছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ নোমান বেলা ১: ৩০টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

ক্যানসারে আক্রান্ত ছিলেন নোমান। চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে রাখা হয়েছিল হাসপাতালটির আইসিইউতে।

পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছিল নোমানের ব্যয়বহুল চিকিৎসা। তার পরও খরচ চালানো কঠিন হয়ে পড়ায় কদিন আগে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছিল তাঁর পরিবার। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন এই নির্মাতা।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’